- Published on
ভেঙ্গে ফেলো এই কারাগার (দশম পর্ব)
৪৪. বিয়ে করতে চাই। বাসায় কীভাবে বলব?
'তুমি এক দূরতর দ্বীপ' সিরিজটা ফলো করুন ।
https://tinyurl.com/y5jjwyhk https://tinyurl.com/y2qnlgj6 https://tinyurl.com/y4nawtfx https://tinyurl.com/y2lzlwvk
এছাড়া পড়ুন-
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (প্রথম কিস্তি)- https://bit.ly/2x9b6Ky তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (দ্বিতীয় কিস্তি) - https://bit.ly/2N7VFfu তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (তৃতীয় কিস্তি)- https://bit.ly/2NzWn1h ----------
৪৫. আমি একজন মেয়েকে খুব পছন্দ করি। তাকে নিজের করে পাবার জন্য অনেক দু’আ করেছি। কিন্তু পাচ্ছিনা। এই হতাশা থেকেই পড়াশোনা হয়না, মাস্টারবেট করি, পর্ন দেখি।
পড়ুন-
উত্তরের অপেক্ষায় - https://bit.ly/2NFlzXn
'দুশো তিপ্পান্নতম প্রেম' সিরিজটা অবশ্যই পড়বেন। https://tinyurl.com/y33vksbh https://tinyurl.com/y6qfdsqv https://tinyurl.com/y5aujvsm . সেই সাথে মুক্ত বাতাসের খোঁজে বইটাও পড়তে হবে ইনশা আল্লাহ্। . ভাই দেখেন আপনি আসলেই যদি তাকে চাইতেন তাহলে তাকে পাওয়ার যোগ্যতাও অর্জন করতেন। জানপ্রাণ খাটিয়ে লড়াই করতেন। তার বাবার কাছ থেকে তাকে চেয়ে নেওয়ার জন্য নিজে আগে যোগ্য হয়ে উঠতেন। রাস্তার পোলাপানের মতো প্রেম নামক স্বস্তা জিনিস চাইতেন না। ----------
৪৬. ব্রেকাপ হয়েছে। আর কিছুই ভালো লাগছেনা। মনের দুঃখে পর্ন দেখতেছি, মাস্টারবেট করতেছি
'দুশো তিপ্পান্নতম প্রেম' সিরিজটা পড়বেন। . এছাড়া পড়বেন-
আততায়ী ভালোবাসা-https://bit.ly/2QpXqTn শান্তি পাব কোথায় গিয়ে - https://bit.ly/2x6IIJ8
এই লেকচার সিরিজ শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত- www.raindropsmedia.org/porokal . (এগুলো নিয়ে আমাদের আরো লিখা হচ্ছে। আপডেটেট লিখার জন্য পেইজের সাথে কন্ট্যাক্ট রাইখেন) ----------
৪৭. প্রেম ভালোবাসাঘটিত ব্যাপার স্যাপার
এগুলো পড়তে পারেন-
https://tinyurl.com/y33vksbh https://tinyurl.com/y6qfdsqv https://tinyurl.com/y5aujvsm আঁধার আলো- https://tinyurl.com/y396r4dj হারাম রিলেশন- https://tinyurl.com/y3n8nl8r আততায়ী ভালোবাসা (প্রথম পর্ব)- https://bit.ly/2QpXqTn ফাগুনের দিন শেষ হবে একদিন (প্রথম পর্ব) - https://bit.ly/2p5QWga তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যাবে? - https://bit.ly/2CSdVVE আয় কান্না ঝেপে … https://bit.ly/2QpCbRz আরশের ছায়া - https://bit.ly/2x6oHSQ উত্তরের অপেক্ষায় - https://bit.ly/2NFlzXn আল্লাহ্র কাছে আসার গল্প - https://bit.ly/2x8apA8 শান্তি পাব কোথায় গিয়ে - https://bit.ly/2x6IIJ8 তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (প্রথম কিস্তি)- https://bit.ly/2x9b6Ky তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (দ্বিতীয় কিস্তি) - https://bit.ly/2N7VFfu তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ (তৃতীয় কিস্তি)- https://bit.ly/2NzWn1h ভালোবাসা ও বাস্তবতা - https://bit.ly/2x9blFs ----------
৪৮. আমি সমকামিতায় আসক্ত। কী করব?
এই লিখাটা পড়ুন - আর রিজালু বির রিজাল... - https://tinyurl.com/y3tew4cj
পর্নোগ্রাফিঃ মানবতার জন্য হুমকি পেইজে নক দিন। ----------
৪৯. সমকামীদের দোষ কী? আল্লাহ্য় তো ওদের এমন করে বানিয়েছে?
সমকামিতা ন্যাচারাল না। (পড়ুন-https://tinyurl.com/y3tew4cj)। আল্লাহ্ মানুষকে সমকামী করে বানান না। যদি বানাতেন তাহলে সমকামীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতেন না।
https://lostmodesty.com/at_a_glance/ পেজে যান। সেকশন ৩ এ 'সমকামিতা কি স্বাভাবিক?' এর লিখাগুলা পড়ুন। ----------
৫০. পর্ন দেখা নিয়ে ইসলাম কি বলে ? , মাস্টাবেশনের ব্যাপারে ইসলামের কী মত ?
“পর্নোগ্রাফি ও ইসলাম” - https://bit.ly/2CSSYKc
আমরা কি হস্তমৈথুন করতে পারবো? - https://bit.ly/2Mph4eV , https://tinyurl.com/yxask2e7 ----------
৫১. বীর্যপাত না করে হস্তমৈথুনের কারণে কি রোজা ভঙ্গ হবে?
বীর্যপাত হলে রোজা ভেঙ্গে যাবে। না হলে ভাঙ্গবে না। বিস্তারিত পড়ুনঃ https://tinyurl.com/y43j95oh ----------
৫২. আজেবাজে চিন্তা থেকে বেঁচে থাকতে বই পড়ে সময় কাটাতে চাই। বইয়ের লিস্ট দিন।
(১) যেকোনো একটা সীরাহ। আর রাহিখুল মাখতুম অথবা রেইনড্রপ্সের সীরাহ
(২) সাহাবা কেরামায়ের ঈমানদীপ্ত জীবনি, ড আবদুর রহমান রাফাত পাশা , রাহনুমা প্রকাশনী
(৩) তাবেঈদের ঈমানদীপ্ত জীবনি ড আবদুর রহমান রাফাত পাশা, রাহনুমা প্রকাশনী
(৪) নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবনি ড আবদুর রহমান রাফাত পাশা , রাহনুমা প্রকাশনী
(৫) যৌবনের মৌবনে, মাওলানা জুলফিকার আহমাদ নকশাবন্দী
(৬) জীবিকার খোঁজে লেখক : ইমাম মুহাম্মাদ, প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
(৭) আল্লাহর উপর তাওয়াক্কুল লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়া, প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
(৮) তাওহিদের মূলনীতি, আহমেদ মুসা জিবরিল, ইলমহাউস পাবলিকেশন
(৯) কুদৃষ্টি, মাহবুবুলওলামা হযরত মাওলানা জুলফিকার আহমদ (দা. বা.)
(১০) নবীজির পদাঙ্ক অনুসরণ, ইবনে রজব হাম্বলী (রহঃ), সীরাত পাবলিকেশন
(১১) অন্তরের রোগ ১ ও ২, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন। ----------
আমরা খুব ছোটো মানুষ। আমাদের লিখার ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমরা কৃতজ্ঞ থাকব ইনশা আল্লাহ্। যেকোনো ধরণের পরামর্শ বা সাজেশন হাইলি এপ্রিসিয়েটেড। . পড়ুন আগের পর্বগুলা- https://cms.lostmodesty.com/vengefelokaragar ----------
আল্লাহ (সুবঃ) আমাকে এবং আপনাদের তাঁর দ্বীনের জন্য কবুল করে নিক। নিয়্যত ঠিক রেখে শুধু তাঁরই সন্তুষ্টির জন্য কাজ করে যাওয়ার তৌফিক দিক। রিয়া থেকে মুক্তি দিক। আমাদের কাজে বারাকাহ দিক। আমাদের উসিলায় অসহায় ভাইবোনদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুক। আমাদের আমৃত্যু দ্বীনের ওপর অটল থাকার তৌফিক দিক।
দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ (সাঃ) এর ওপর । ভোরের শিশিরের মতো রহমত ঝরে পড়ুক সাহাবী আযমাইনদের কবরে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
-লস্টমডেস্টি টিম