Published on

এন্টি পর্ন ক্যাম্পাইন এর নিয়ম কানুন

এন্টিপর্ন তথা অশ্লীলতাবিরোধী ক্যাম্পেইন করতে চান অনেকেই। কিন্তু কিভাবে করবেন তা ঠিক বুঝে উঠতে পারেন না। তাদের জন্যই এই লেখাটি। . ১। প্রথমে লস্ট মডেস্টির অফিশিয়াল ফেইসবুক পেইজ পর্নোগ্রাফি: মানবতার জন্য হুমকি পেইজে যান। এলাকাভিত্তিক টিম লিস্ট এ খুঁজে দেখুন আপনার এলাকায় কোনো টিম আছে কিনা। টিম থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করুন। টিম লিস্ট- অশ্লীলতা বিরোধী ক্যাম্পেইন টিম লিস্ট . ২। যদি আপনার এলাকায় কোনো টিম কাজ না করে তাহলে আপনি একটি পছন্দমতো নামে পেইজ খুলে নিন। এরপর পর্নোগ্রাফি: মানবতার জন্য হুমকি পেইজে নক দিয়ে টিম লিস্টে আপনাদের নাম তুলে নিন। . ৩। মাঠ পর্যায়ে অশ্লীলতা বিরোধী ক্যাম্পেইন করার গাইডলাইন এলব্যামে দেওয়া সকল লেখা মনোযোগ দিয়ে পড়ুন। ইনশা আল্লাহ্ আপনি ধারণা পেয়ে যাবেন কিভাবে টিম তৈরি করতে হবে, কিভাবে ক্যাম্পেইন করতে হবে। লিংক- https://www.facebook.com/media/set/... . ৪। ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন লিফলেট, টিশার্ট, বই ইত্যাদি পাবেন এই পেইজগুলোতে – Lost Modesty Team Support Gazipur- https://www.facebook.com/SaveFoundationBd উম্মাহ পয়েন্ট- https://ummahpointbd.com/product-category/leaflets/ https://www.facebook.com/ummahpointbd Muwahhidah Bookshop https://web.facebook.com/Muwahhidah.Bookshop.H24

. ৫। এরপরেও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে যোগাযোগ করতে পারেন মাঠপর্যায়ে কাজ করা অভিজ্ঞ ভাইদের সঙ্গে। Lost Modesty Team Support Gazipur- https://www.facebook.com/SaveFoundationBd